প্রধানমন্ত্রীর মাকে অপমান সহ বেশকিছু ঘটনার প্রতিবাদে মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ দৌলতপুর এলাকায়।অভিযোগ,একদিকে প্রধানমন্ত্রীর মা কে অপমান করা হয়েছে।তার উপর রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মেয়েরা সুরক্ষিত নয়।রাজ্যে মেয়েদের উপর উত্যাচারের ঘটনা ঘটে গেলেও তারা বিচার পাচ্ছে না।এই রকম বেশকিছু ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলার মোর্চার মহিলারা আরামবাগ-বর্ধমান রাজ্য সড়কের দৌলতপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।