শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে জেলা ভিত্তিক এক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রাণী দাস সেন, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, উত্তর জেলার জেলাশাসক IAS চান্দনী চন্দ্রান সহ অন্যান্যরা।