জানা যায় গত ৭ তারিখ চড়িলাম রাজিব কলোনি থেকে শিবু দেবের ছেলে সুষেন দেব ডাকনাম সুমন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। থানায় জানানোর পরও হয়নি কাজ। শেষ পর্যন্ত সুষেন দেবের পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে ফিরে পেতে দ্বারস্থ হন সংবাদমাধ্যমে। এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর প্রশাসন উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করে।