জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে শুক্রবার সকালে তপন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো সৌজন্যমূলক হাঁটা প্রতিযোগিতা। সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে শিশু, যুবক-যুবতী থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা উচ্ছ্বাসের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৩০০ জন প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে সকাল সাড়ে দশটা নাগাদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘ