ফের নিখোঁজ কীর্ণাহার মাস্টার পাড়ার বাসিন্দা বছর (১৬) কিশোর সেখ মাসুদ। পরিবার সুত্রে জানা গেছে, ওই কিশোর মানসিক ভারসাম্যহীন গত ইংরেজি মাসের ২৫ সেপ্টেম্বর থেকে সে বাজারে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সেদিন থেকে এখনও পর্যন্ত তাঁর কোন সন্ধান মেলেনি বলেই অভিযোগ পরিবারের। ইতিমধ্যেই এই ঘটনায় কীর্ণাহার থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।পুলিশের দাবি, বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখে ও ওই কিশোরের ছবি দেখিয়ে জিজ্ঞেসা বাদ করা হচ্ছে।