কলকাতা থেকে আগরতলায় পাচারের সময় অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে থাকা নাকা পয়েন্টে পুলিশের হাতে আটক একটি ট্রাক গাড়ি। গাড়িতে থাকা ৩৯০টি টিনের ভেতর মোট ৩০৪২০ হাজার নেশার সিরাপ এসকাফ উদ্ধার করা হয় সাথে আটক গাড়ির চালক সামিনুর ইসলাম ও সহচালক শেখ আলামিনকে তাদের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়।