বৃহস্পতিবার ভোররাতে সাঁইথিয়া কান্দি রাজ্য সড়কের উপর ফলের গাড়িতেই অগ্নিসংযোগ। কিভাবে লাগলো এই আগুন। ঘটনায় আহত হয়েছে গাড়িতে থাকা খালাসী। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোররাতে মুর্শিদাবাদের ডোমকলের এক বাড়িতে মুর্শিদাবাদের দিক থেকে সিউড়ির দিকে কলা বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে আজ ভোররাতে ময়ূরেশ্বর থানার নারায়নঘাঁটি বাস স্ট্যান্ড পেরিয়েই গাড়ি চালকের অন্যমনস্কতার কারণে সজরে গিয়ে রাস্তার ধারের এক গাছে ধাক্কা মারে বলে খবর।