অভাব, দারিদ্র্যতা, অভ্যাস নাকি নেশার টাকার জোগান দিতে গিয়েই ২১ নলছড় বিধানসভা লক্ষন ঢেপার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা যুবরাজ নমঃ এর বাড়ি থেকে চুরি! সংবাদে জানা যায় যুবরাজ নমঃ এর বাড়ির ঠাকুর ঘর থেকে সংগঠিত হয় এই চুরি, এই বাড়ির বাসিন্দারা নিদিষ্ট ভাবে কিছু টাকা জমিয়ে রাখতো ঠাকুরের কাজের জন্য, বহু দিনের জমাকৃত অর্থ রাশি প্রায় ১০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিলো,