পাওনা টাকা তুলতে এবার সুপারি কিডন্যাপার ভাড়া করল শ্রমিক ঠিকাদার। এমনই চাঞ্চল্যকর ঘটনায় শোরগোল মালদা জুড়ে। এই ঘটনা প্রত্যন্ত গ্রামে নয়। ইংরেজ বাজার থানার ঢিল ছুঁড়া দূরত্বে। প্রসঙ্গত বছরের শুরুতে এই সুপারি কিলার দিয়ে খুন হন জেলার দাপুটে তৃণমূল নেতা।জানা গিয়েছে অপহৃত ওই দিনমজুর শ্রমিকের নাম নাসিরুল বাড়ি ইংরেজবাজার থানার সাতঘরিয়ায়।