মানিমন্বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক। অপহরণের অভিযোগ পরিবারের। তিন দিন কেটে গেলেও এখনো যুবকের কোনো খোঁজ না মেলায় দুশ্চিন্তায় গোটা পরিবার। জানা গেছে নিখোঁজ যুবকের নাম দিলদার সেখ। ঘটনা মালদহের ইংরেজ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি লক্ষীপুর এলাকার। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ইংরেজ বাজার থানায় লিখিত ভাবে জানিয়েছেন যুবকের পরিবার।