ভাঙ্গন রোধের কাজের নামে টাকা লুটপাট করা হচ্ছে এমনই অভিযোগ ভাঙ্গনদের কাজ পরিদর্শন করে তুলে ধরেন জেলা বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র। তখনই তৃণমূল নেতা নীরেন মাহাতো তাকে গালিগালাজ করার সাথে প্রাণী মারার হুমকি এবং এলাকায় আসলে হাত-পা ভেঙে দেওয়া হবে বলে অভিযোগ। ঘটনার ভিডিও তুলে বিধায়িকা সাবিত্রী মিত্রকে আক্রমণ করেছেন ওই বিজেপি নেতা।লুটপাটের অভিযোগ তুলতেই তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।