মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের ১১ জন সদস্য কংগ্রেসের থাকা সত্ত্বেও বিজেপির দখলে কিভাবে গেল,বললেন কংগ্রেস কর্মী সাহারুল। মঙ্গলবার শ্রীভূমি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সাহারুল আলম ওরফে সুমন ক্ষোভের সুরে বলেন,মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের কংগ্রেসের ১১ জন সদস্য,২ জন বিজেপি আর ১ জন নির্দল ছিল। কিন্তু সেখানে মালেগড় ব্লক গঠন কিভাবে বিজেপি করলো। পাশাপাশি তিনি নবগঠিত জেলা কংগ্রেস কমিটি গঠন নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন।