ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার বিকেলে তার মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরলে কান্নার রোল পড়ে যায় এলাকায়। জানা জায়, মেখলিগঞ্জ ও ময়নাগুড়ি থানার সীমান্তবর্তী স্থানিয় রানীরহাট গ্রামপঞ্চায়েতের কেতুরবাড়ি সংলগ্ন এলাকার বনিজের বাড়ি এলাকার বাসিন্দা সবন বর্মন। সংসারের আর্থিক অনটন ঘোচাতে প্রায় ৮ মাস পূর্বে কেরালায় কাজ করতে জান।