একটি চার চাকার গাড়িকে ধাক্কা মেরে পালানোর সময় ছয় কিলোমিটার দুরবর্তী এলাকায় আটক ঘাতক বাইকটি। ঘাতক বাইকের আরোহী ছিলেন তিন কিশোরী। মঙ্গলবার রাতে এমনই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের কাশিয়াবাড়ি বড়ো ব্রিজ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ। ঘাতক বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি তিন কিশোরী ও এক যুবককে আটক করে মানিকগঞ্জ আউট পোস্টে নিয়ে যায় পুলিশ।