বহরমপুর শহরের দূর্গা পূজা গুলির মধ্যে অন্যতম হলো বাবুল বোনা দুর্গাপূজা কমিটি। এ বছরের তাদের থিম রাজস্থানের জয়পুরের হাওয়া মহল, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে জেলা জুড়ে অষ্টমীর সন্ধ্যায় বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলার মানুষ ভিড় জমিয়েছেন এই পুজো মণ্ডপ স্বচক্ষে উপভোগ করতে।