রাঁচি রিমস থেকে বিশেষ সম্মানিত হলেন বাঘমুন্ডির চিকিৎসক ডাক্তার চমন খান। শনিবার বিকেল চারটা নাগাদ চিকিৎসক ডক্টর সি ওরফে চমন খান জানান সম্প্রতি ঝাড়খন্ড রাজ্যের রাঁচি রিমস্ এ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একাধিক চিকিৎসকদের সম্মানিত করা হয়। তার মধ্যে অন্যতম বাগমুন্ডির Dr চমন খান। তিনি বলেন দা বেস্ট অফ আওয়ার্ড হিসেবে সম্মানিত করা হয়েছে। সাথেই ম্যানেজিং কমিটির মেম্বার হিসাবে নির্বাচিত করা হয়। এই সম্মান সমগ্র বাগমুন্ডিবাসীর জন্য। আমি অত্যন্ত আনন্দিত উৎফুল্ল সকল