জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সেই সভাকে সফল করতে সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ নাগরাকাটায় একটি প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস।এদিনের এই সভা মূলত আলোচনা করা হয় যে জলপাইগুড়ি সভায় কোথা থেকে কতজনকে কিভাবে নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনা করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি প্রেম ছেত্রি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও, যুবসভাপতি প্রবিন সিং ঝা, চম্পাগুড়ির প্রধান রমেশ তিরকি।