জঙ্গল থেকে একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের আকুলিয়ায়। এই ঘটনায় শুক্রবার আনুমানিক দুপুর ১২টা নাগাদ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম আশীষ মেটে(৫৭)। তার বাড়ি আউশগ্রামের খটনগর এলাকায়। জানা গিয়েছে, গতকাল থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। তারপর এদিন জঙ্গলের ভিতরে আশীষ মেটের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।