সেই মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ সঞ্জয় সামন্তকে একা পেয়ে রাস্তায় বেধড়ক মারধর করে তৃণমূল কর্মী সমর্থকরা। কেশপুর ব্লকের সাগরডাঙ্গা এলাকায় সঞ্জয় সামন্তকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বিজেপি কর্মীরা প্রথমে উদ্ধার করে সালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় গুরুতর চোট রয়েছে সঞ্জয়ের জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।