বাইক দুর্ঘটনায় গুরুতর যখম ২ , ঘটনা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বান্দোয়ানের তালপাত এলাকায়। স্থানীয় মানুষজন ও বান্দোয়ান থানার পুলিশ যখমদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে যখমদের বাড়ি বোরো থানার কাল্লাবেড়া এলাকায়।