নবীজির জন্মদিন অত্যন্ত জাঁকজমক এর সাথে পালিত হল চোপড়ায়। শুক্রবার দশটা নাগাদ চোপড়া ব্লকের বিভিন্ন জায়গা থেকে মানুষজনদের সমাগম লক্ষ্য করা গেল, এদিন চোপড়া বাজারে থেকে একটি জুলুস বের করা হয় এই জুলুস চোপড়ার বিভিন্ন পথ ধরে চোপড়া গরিব নেওয়াজ চকে এসে শেষ হবে বলে জানান উদ্যোক্তারা, মুসলিম সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ এই জুলুসে অংশগ্রহণ করে, এর পাশাপাশি চোপড়া থানার পক্ষ থেকে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়