ট্রাফিক আইন সচেতনতার প্রচারে মঙ্গলবার বীরপাড়ায় স্কুলপড়ুয়াদের নিয়ে র্যালি করল পুলিশ। র্যালিটি বীরপাড়ার পুরোনো বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়। মহাত্মা গান্ধী রোড এবং বীরপাড়া লঙ্কাপাড়া রোড ধরে বীরপাড়া থানায় গিয়ে শেষ হয় সেটি। অংশ নেন বীরপাড়া থানার ওসি নয়ন দাস, সেকেন্ড অফিসার তাপস রায় প্রমুখ। প্রসঙ্গত বীরপাড়ায় গাড়িচালক মোটরবাইক চালকদের ট্রাফিক আইন ভাঙ্গার ছবি প্রায়ই প্রকাশ্যে আসে। জরিমানাও করে পুলিশ। তবে এতে বিশেষ লাভ হচ্ছে না। তাই সচেতনত