মঙ্গলবার জামবনি ব্লকের চিল্কীগড় অঞ্চলের টুলিবড় ও হিজলীতে আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকারের ক্যাম্প। এদিন দুপুর নাগাদ ওই দুটি ক্যাম্পে উপস্থিত হন ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। ক্যাম্পে উপস্থিত হয়ে তাঁরা বিভিন্ন কাউন্টার গুলি ঘুরে দেখেন। সাধারণ মানুষ যারা সরকারি পরিষেবা নেওয়ার জন্য ক্যাম্পে আসছেন তাঁরা ঠিকমতো আবেদন করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।