উৎসাহ ও উদ্দীপনার সাথে বুধবার গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে পালিত হল করম পরব। বুধবার রাত্রে নয়াগ্ৰাম, ঝাড়গ্রাম, সাঁকরাইল সহ একাধিক ব্লকে কুড়মি-সহ বিভিন্ন সম্প্রদায়ের মূলবাসীরা মেতে ওঠেন এই করম পরবে। জানা গেছে, করম মূলত কৃষি কেন্দ্রিক ও বৃক্ষ পূজার উৎসব। করম গাছকে দেবজ্ঞানে পুজো করেন জঙ্গলমহলের আদিবাসী ও মূলবাসীরা। তারপর সেই গাছের ডাল কেটে শোভাযাত্রা করে বাড়ির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। উৎসবকে ঘিরে সারারাত পাতা নাচ ও ঝুমুর গান হয়।