ফালাকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাগানবাড়ির বাসিন্দা রমা বণিক নামে এক বিধবা মহিলা কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়ে আহত হন। তাঁর কোমরের হাড় ও শিরদাঁড়া ক্ষতিগ্রস্ত হয়। চোট পায়। কোচবিহারে চিকিৎসা করেও সুস্থ না হাওয়ায় শুক্রবার পাটনার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। যাওয়ার আগে তাঁকে আর্থিক সহযোগিতা করল ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে এখবর জানান। তিনি জানান, অত্যন্ত দরিদ্র ওই মহিলা বাগানবাড়ি এলাকায় একটি চায়ের দোকান করে জী