স্বচ্ছতা হি সেবা ২০২৫ উপলক্ষে আনাড়ায় ম্যারাথন, সাইকেল র্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হলো। শুক্রবার সকাল দশটা নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের আনাড়া আরপিএফ এর উদ্যোগে স্বচ্ছতা হি সেবা ২০২৫ এর প্রচারণার অঙ্গ হিসেবে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়। RPF পোস্ট আনাড়ার পিসি জিতেন্দ্র কুমার সিং-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে RPF কর্মকর্তা ও কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শারীরিক সুস্থতার পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতা