আজ 5 সেপ্টেম্বর শুক্রবার আনুমানিক সকালে দিক থেকে বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত।পাইকর গ্রামবাসীদের পক্ষ থেকে পাইকর এলাকায় শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব নবী দিবস পালন করা হচ্ছে।এদিন পাইকর গ্রাম থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো পাইকর এলাকা পরিক্রমা করা হচ্ছে।এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে পাইকর এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ না জনেরা। সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।