গোসাবা বিডিও অফিসের মিটিং হলে গোসাবা ব্লকের বিভিন্ন দুর্গা পূজা কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন গোসাবার joint BDO ও গোসাবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমবার বিকেল তিনটের সময়।গোসাবা ব্লকের সমস্ত দুর্গাপূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে গোসাবা বিডিও অফিসের মিটিং হলে প্রশাসনিক বৈঠক করলেন গোসাবার জয়েন্ট বিডিও বিধান মৃধা ও গোসাবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিপ মল্লিক।উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল।