শনিবার দুপুর তিনটে নাগাদ মাথাভাঙ্গা-২ নং ব্লকের পারাডুবিতে আনুষ্ঠানিকভাবে সূচনা হল চারদলীয় ফুটবল টুর্নামেন্টের।টুর্নামেন্টটির নাম রাখা ছিল, 'খাসিবান্দা ফুটবল টুর্নামেন্ট'। মজার বিষয় এখানেই। কারণ জয়ী দলের পুরস্কারে ট্রফির পাশাপাশি ছিল আস্ত একটি খাসি। প্রতিযোগিতায় শামিল হয় অল্পবয়সি বিবাহিতদের পাশাপাশি একটু বয়োজ্যেষ্ঠ বিবাহিতদের দলও।এলাকার বিবাহিতদের নিয়ে গঠিত পারাডুবি ফ্রেন্ডস ফুটবল একাদশ,পারাডুবি ফুটবল ব্রাদার্স একাদশ,উত্তরা ফুটবল একাদশ ও মানসাই ফুটবল একাদ