লালবাগ, ১লা সেপ্টেম্বর, সোমবার — গতকাল রাত্রে লালবাগ থানার অন্তর্গত কৈরিপাড়া রনসাগর এলাকায় ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক পোল্ট্রি জাত খাবার বোঝাই করে আসামের উদ্দেশ্যে রওনা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রনসাগর এলাকায় একটি বড় গাছে সজোরে ধাক্কা মারে। তাতে মুহূর্তেই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে আটকে পড়ে চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লালবাগ থানার পুলিশ। এরপর ফায়ার সার্ভিসের টিমও ক্রেন নিয়