বিশ্ব নবী দিবস পালিত হল মঙ্গলকোটে। আর সেই উপলক্ষে শুক্রবার আনুমানিক সকাল ১১টা নাগাদ একটি পদযাত্রা বের করা হয় মঙ্গলকোটের কারিকর পাড়ায় বড় হুজুরের আস্তানা থেকে। তাতে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের ৮ থেকে ৮০ সকলেই পা মেলান। জানা গিয়েছে, পদযাত্রাটি এদিন গোটা মঙ্গলকোট পরিক্রমা করে। পাশাপাশি উদ্যোক্তাদের তরফে কয়েকশো মানুষের হাতে ক্ষীর পায়েস তুলে দেওয়া হয়।