কলকাতার লেদার কমপ্লেক্সে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বিলকিস বিবি (২৮)। তিনি লেদার কমপ্লেক্সের শ্রমিক। পুলিশ সূত্রের খবর, ভাঙড়ের ঘটকপুকুরে স্বামী-স্ত্রী ভাড়া বাড়িতে থাকতেন। বিলকিস করিমের দ্বিতীয় স্ত্রী। বিলকিস লেদার কমপ্লেক্সের ৫৪৮ নম্বর ট্যানারিতে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছিলেন। তাঁর স্বামী করিম গাজি পাশের একটি ট্যানারিতে শ্রমিক হিসেবে নিযুক্ত।