প্রতিবেশী দুই ব্যাক্তির মধ্যে বচসা আর এই বচসার জেরে এক ব্যাক্তি আরেকজনকে কুপিয়ে খুন করল। এই ঘটনায় সোমবার দুপুর তিনটা নাগাদ ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালো কালচিনি ব্লকের মধু চা বাগানে।মৃতের নাম রঞ্জিত কেরকাট্টা (৫২)। তিনি চা বাগানের আপার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এই এলাকারই এক বাসিন্দাদের তথা মৃতের প্রতিবেশী বিজয় এক্কার সাথে কোনো এক বিষয়ে বচসা বাঁধে তার। এরপরই ধারালো অস্ত্র দিয়ে রঞ্জিতকে কোপ মারে বিজয়।এ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।