বড়সড় সাফল্য হাড়োয়া থানার পুলিশের। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ হাড়োয়া থানা এলাকায় হারিয়ে যাওয়া ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করে উপভোক্তাদের হাতে তুলে দিল হাড়োয়া থানার পুলিশ। উপস্থিত ছিলেন এস ডি পি ও মিনাখাঁ কৌশিক বসাক,হাড়োয়া থানার ওসি প্রতাপ মোদক,হাড়োয়ার সি আই অভিজিৎ হাইত। পুলিশ সূত্রে খবর গত কয়েকমাস যাবৎ থানায় লিখিত অভিযোগ জমা হয়েছিল দামি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার। তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোন গুলো উদ্ধার করে, সেগুলো তুলে দেওয়া হয়।