বৃহষ্পতিবার বিজয়া দশমী। প্রতি বছরই দশমীতে প্রতিমা নিরঞ্জনের আগে বালুরঘাটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন পুজো উদ্যোক্তারা। এদিনও বিজয়া দশমী উপলক্ষে বালুরঘাটে শোভা যাত্রার আয়োজন করেন একাধিক পুজো উদ্যোক্তা। এদিন বালুরঘাট শহর জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে শহর জুড়ে। এদিন সন্ধ্যে ছটা থেকেই বালুরঘাটে শোভাযাত্রা বের হতে শুরু করে। পাশাপাশি যানজট এড়াতে শহর জুড়ে মোতায়ন রয়েছে ট্রাফিক পুলিশ।