কৌশিকী অমাবস্যা উপলক্ষে তপনের রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘে বিশেষ পুজোতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আফগারি দফতরের সুপারিনটেনডেন্ট বিকাশ মণ্ডল। শুক্রবার রাত সাড়ে আটটায় তিনি শ্রীমন্দিরে গিয়ে দর্শন ও পুজো অর্চনা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমে যায়। আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে সম্ভাষণ জানানো হয়। কৌশিকী অমাবস্যার বিশেষ এই আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।