আবারো গঙ্গা নদীর দাপট, মালদা জেলার ভূতনি থানার অন্তর্গত কেশরপুর কলোনী এলাকায় বৃহস্পতিবার ব্যাপক হারে নদী ভাঙ্গন চলছে।ইতিমধ্যেই কয়েকশো মিটার নদী বাঁধ এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে বলে খবর।চরম আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা যায় কেশবপুর কলোনি এলাকায় পুরাতন বাঁধের ধারে এই দিন ভোররাত থেকে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে।ভূতনি জুড়ে চলতি বছরে ব্যাপক ভাঙ্গন হয়েছে এবং ভাঙ্গন রোধের জন্য সেচ দপ্তরের কাজে বিস্তর অভিযোগ উঠেছে।আরো বিপদ বাড়ছে।