দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা গ্রামের রেললাইনের ধারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শনিবার রাত্রি ৯টা নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে অজ্ঞাত পরিচয় এর মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর ।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, রাত প্রায় সাড়ে আটটার সময় বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।