অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া টোটো উদ্ধার করল ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। গ্রেফতার করা হয়েছে টোটো চোরকে। ভাটিবাড়ি ফাঁড়ির ওসি দীপায়ন সরকার এমনটাই জানিয়েছেন শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ। উত্তর মজিদখানা এলাকার টোটো চালক বুদ্ধেশ্বর দাস এর টোটো ভাড়া নিয়েছিলেন হল পল এলাকার জামাই মুন্না রাজী। বুধবার দুপুরেই ভাটিবাড়ী বাজার এলাকা থেকে বুদ্ধেশ্বরের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় মুন্না রাজী। টোটো না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বুধবার দুপুরে।