আজ থেকে দেবীপক্ষে সূচনা। আর এই সূচনাকালে গাঙ্গাসাগর বিভিন্ন ঘাট গুলিতে মানুষের ভিড় চোখে পড়ার মতো। গঙ্গাসাগর নদীঘাটে অসংখ্য মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। মুড়িগঙ্গা নদীর তীরে ভোর থেকে চলছে তর্পন। ধূপ ধুনোর গন্ধে মেতে উঠেছে দেবীপক্ষের সূচনা কাল। স্থানীয় মানুষজনেরা নিজেদের স্বর্গীয় আত্মীয়-স্বজনের আত্মার শান্তি কামনায় শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন লট নম্বর আট ঘাটে। আজ দিনভর গঙ্গাসাগর ঘাটে স্থানীয় মানুষজনেরা স্নান করবেন।।