পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের নন্দীগ্রামে দর্পন নাট্য সংস্থার দশম জন্মদিন উপলক্ষে শিশুদের শিক্ষা সামগ্রী তুলে দিল। উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক আনন্দময় দে,উৎপল দেবদাস,সংস্থার কর্ণধার লখিকান্ত বল। এক সাক্ষাৎকারে কর্ণধার লখিকান্ত বল বলেন আমরা নন্দীগ্রাম এলাকায় নাট্য চর্চা প্রসারের লক্ষ্যে সম্পূর্ণ বিনা খরচে নাট্য প্রশিক্ষণ দিছি। এই প্রয়াসে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।