মুরুটিয়া নেতাজি মোড় থেকে মহিষবাথান 5 কিলোমিটার রাস্তা বেহাল দশা ও মুরুটিয়া ব্রিজেরও বেহাল দশা তা অতি শীঘ্রই রাস্তা এবং ব্রীজ ঠিক হয়ে যাবে তাই আজকে এলাকার লোকজনের সাথে ঘুরে রাস্তা এবং ব্রিজ দেখলেন ও কথা বললেন মানুষের সঙ্গে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজ আনুমানিক সকাল ১১ টার দিকে তিনি যান. এলাকার লোক বিধায়কের এই আশ্বাস দেখে খুবই খুশি এলাকাবাসী