করম পরবে মেতে উঠেছে জঙ্গলমহলে কুড়মি সম্প্রদায়ের মানুষজন। বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে করম পরবের সূচনা হয়। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা করম পরব উদযাপন কমিটির তরফ থেকে কেকেআই স্কুল থেকে শুরু করে পাঁচ মাথার মোড় হয়ে ঘোড়াধরা করম পূজার স্থল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। ঘোড়াধরা করম পরম উদযাপন কমিটির উদ্যোক্তা অজিত মাহাতোর আহ্বানে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের নেতৃত্ব তন্ময় ঘোষ সহ অন্যান্যরা ।