শীতলকুচি ব্লকের ভাঐরথানা অন্তরের অন্তর্গত পশ্চিম খেংচি এলাকায় বুধবার রাতের অন্ধকারে আচমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। তাতেই উপড়ে পড়ে মণ্ডপের একাংশ। গ্রামের মানুষদের মধ্যে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। পূজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের করেপূজা মন্ডপ তৈরি করা হবে।