মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লকে বৃহস্পতিবার সকালে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। স্থানীয় সামাজিক সংস্থা আমরা সবাই–এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই র্যালিতে সংস্থার সদস্যদের পাশাপাশি এলাকাবাসীরাও অংশ নেন। র্যালি শেষে শুরু হয় সচেতনতার বিশেষ কার্যক্রম। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, তাঁদের থামিয়ে হাতে একটি লাল গোলাপ তুলে দেওয়া হয় এবং সবার সামনে মাথায় হেলমেট পড়িয়ে দেওয়া হয়। প্রতীকী এই কার্যক