গত শুক্রবার রাতের অন্ধকারে কে বা কারা কোচবিহার সুটকাবাড়ি চৌমাথায় এলাকার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তি উপড়ে নিয়ে চলে যায়। এই ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে যান তৃণমূলের জেলা সভাপতিসহ অন্যান্য নেতৃত্বরা। তারা সেখানে প্রতিশ্রুতি দিয়ে আসেন 9 তারিখ পঞ্চানন বর্মা তিরোধান দিবসে এখানে পুনরায় মূর্তি স্থাপন হবে। সেই মোতাবেক এদিন এখানে পঞ্চানন বর্মার আবক্ষ্য মূর্তি স্থাপন করা হলো । এ প্রসঙ্গে গিরীন্দ্রনাথ বর্মন কি জানিয়েছে শুনে নেব