মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনু্টিত হল শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত হাড়োয়া ব্লকের বকজুড়ি পঞ্চায়েতের আকন্দবেড়িয়া হাই স্কুলে।উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্যা,বিডিও অতনু ঘোষ, হাড়োয়া থানার ওসি প্রতাপ মোদক, বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মণ্ডল, উপপ্রধান আব্দুল হামিদ মোল্লা সহ অন্যান্যরা।