হাতির হানায় ভেঙে গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জানালা-দরজা,মেরামত না হওয়ায় BDO কে স্মারকলিপি প্রদান আদিবাসী ক্লাবের।গত কয়েক মাস আগে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের বাগাখুলিয়া গ্রামে হাতির হানায় ভেঙে গিয়েছে অঙ্গনওয়ারী কেন্দ্রের জানালা ও দরজা,যার ফলে চরম সমস্যার সৃষ্টি হয়েছ।