শনিবার সকাল ১১ টার সময় থেকে পশ্চিমবঙ্গ ল ক্লাস এসোসিয়েশনের তেহট্ট আদালত শাখার উদ্যোগে, তেহট্ট মহকুমা আদালতে শুরু হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ৫০ জন রক্ত দাতার স্বেচ্ছায় রক্ত দানের লক্ষ্য মাত্রা নিয়ে সকাল ১১ টার সময় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি শুরু হযেছে চলবে বিকেল ৪ টের সময় পযর্ন্ত।