জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া ১ পঞ্চায়েতের বিরুদ্ধে। ফরাক্কার ঘোড়াইপাড়া এলাকার বাসিন্দা আকতারা বিবি অভিযোগ বিগত কয়েক দিন আগে ফরাক্কা বেওয়া ১ পঞ্চায়েতে ছেলে আর মেয়ের জন্য জন্ম শংসাপত্র ডিজিটাল করার জন্য আবেদন করা হয়েছিল, আর জন্য পঞ্চায়েতের কর্মী ১৫০০ টাকা চেয়েছে। এবং ১৫০০ টাকার রশিদো দেওয়ায় হয়।